পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে সমস্যায় বীরভূমের গ্রামগুলি, পৌঁছায়নি সরকারি পরিষেবা

লকডাউনের সময় গ্রামগুলিতে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, বীরভূমের গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ, এখনও পৌঁছায়নি কোনও সরকারি পরিষেবা ৷ অনেক গ্রামের মানুষ তো জানালেন, তাঁরা জানতেনই না মুখ্যমন্ত্রী এমন কোনও বার্তা দিয়েছেন ৷

বীরভূম
বীরভূম

By

Published : Mar 29, 2020, 8:41 PM IST

বীরভূম, 29 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 21দিনের লকডাউনে গোটা দেশ ৷ এই অবস্থায় রাজ্যে গরিব মানুষকে চাল, আলু-সহ বিভিন্ন রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । কিন্তু, বীরভূমের প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও পর্যন্ত সেই সব সামগ্রী পৌঁছায়নি । বিশেষ করে এর ফলে সমস্যায় পড়েছেন আদিবাসী গ্রামগুলির বাসিন্দারা ।

বীরভূমে 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2469টি গ্রাম রয়েছে । এগুলির মধ্যে প্রায় হাজারের কাছাকাছি গ্রামে আদিবাসীদের বাস । লকডাউন চলাকালীন যাতে কারও কোনও সমস্যা না হয় তার জন্য সরকারের তরফে রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । সেইমতো রেশন দোকান ও অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি থেকে শুরু হয়েছে চাল বিতরণ । কিন্তু, বীরভূমের প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও পৌঁছায়নি এই পরিষেবা । অভিযোগ, বিশেষ করে আদিবাসী গ্রামগুলিতে পৌঁছাচ্ছে না সরকারি পরিষেবা ।

রাস্তায় ধান শুকোতে দিচ্ছেন বীরভূমের এক গ্রামবাসী

বীরভূমের সোনাঝুড়ি ডাঙা, সরকার ডাঙ্গা, মোল ডাঙ্গা, বাহান্ন গ্রাম, গোয়ালপাড়া, বল্লভপুর, মহম্মদ বাজার, শিমুলিয়া, দুবরাজপুর-সহ ঝাড়খণ্ড লাগোয়া আদিবাসী গ্রামগুলিতে এখনও পৌঁছায়নি সরকারি পরিষেবা । সরকারের তরফে যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, সেই বার্তাও বীরভূমের বহু গ্রামে পৌঁছায়নি বলে অভিযোগ করলেন স্থানীয়রা । লকডাউন চলাকালীন কিভাবে দিন কাটবে সেই নিয়ে চিন্তায় বীরভূমের অধিকাংশ গ্রামবাসী । যদিও, জেলাশাসক মৌমিতা গদারা বসু বলেন, "সরকারের তরফে রেশন সামগ্রী দেওয়া শুরু হয়েছে । খুব দ্রুত বীরভূমের সব গ্রামে পৌঁছে দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details