পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah in Suri Rally: অমিতের 'শাহি' ভাষণে নেই পঞ্চায়েত নিয়ে কোনও কথা, হতাশ বিজেপি কর্মীরা

শুক্রবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে লোকসভা ভোটের উল্লেখ করলেও, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি শব্দও বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ETV Bharat
অমিত শাহ

By

Published : Apr 14, 2023, 4:51 PM IST

Updated : Apr 14, 2023, 5:11 PM IST

সিউড়ি, 14 এপ্রিল :রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ 2024 লোকসভা ভোটের আগে পঞ্চায়েতে ভালো ফলের লক্ষ্যে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে ৷ গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের আশা ছিল দলের সংগঠনকে চাঙ্গা করতে শুক্রবার সিউড়ির জনসভা থেকে এই ভোট নিয়ে কোনও বার্তা দিতে পারেন অমিত শাহ ৷ কিন্তু তাঁদের সেই আসায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ চৈত্রের শেষ দিনে তপ্ত দুপুরের এই সভা থেকে এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত অমিত শাহ ৷

তবে, এদিন নাম না করে জেলবন্দি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন শাহ । কিন্তু, আসন্ন পঞ্চায়েত নির্বাচন দলের নেতা-কর্মীদের উৎসাহ বাড়াতে একটি কথাও বলেননি তিনি ৷ বরং লোকসভা ভোটে রাজ্যে বিজেপি'র জন্য 35 আসনের লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, 2024 সালে এরাজ্যে বিজেপি 35টি আসন পেলে 2025 পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, তার আগেই পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৷

বঙ্গ সফরে এসে শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এদিন বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ ৷

এদিনের সভায় তাঁর বক্তৃতার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হন অমিত শাহ ৷ বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই 3 লক্ষ চাকরি দেবেন বলেছিলেন ৷ কোথায় সেই চাকরি ? বাংলার যুবকদের কষ্টের টাকা তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার করছে ইডি ৷ লজ্জা লাগা দরকার তৃণমূলের । যে বীরভূম ভারতের স্বাধীনতায় অংশ নিয়েছে, সেই বীরভূমকে সন্ত্রাসবাদীদের আখড়া বানিয়েছে তৃণমূল সরকার ৷ এখানকার নেতা গরু পাচার কাণ্ডে জেলে আছে । তাকে আজও জেলা সভাপতি পদে রেখে দিয়েছে ।"

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

তবে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন একটি বাক্যও খরচ করেননি অমিত শাহ ৷ মে মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে বলে জল্পনা চলছে ৷ এদিনের সভায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বহু বিজেপি কর্মী-সমর্থক এসেছিলেন ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের সভা থেকে শাহর মুখে কোনও কথা শুনতে না পেয়ে হতাশ তাঁরা ৷ উল্লেখ্য, 2018 পঞ্চায়েত নির্বাচন এই জেলায় একটি বাদে 166টি পঞ্চায়েতে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Apr 14, 2023, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details