নলহাটি, 28 জুন: অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ উঠল এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর একটি টিম ওই তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে । উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র । পলাতক ওই তৃণমূল প্রার্থী । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে । এই নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলে এটাই স্বাভাবিক ৷
পেশায় পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষ এবার পঞ্চায়েতে তৃণমূলের প্রতীকে লড়াই করছেন । বীরভূমের নলহাটি-1 ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । বুধবার সাত সকালে তাঁর বাড়িতে হাজির হয় এনআইএ-র দল । বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক উদ্ধার হয়েছে ৷ ওই জিলেটিন স্টিকের ওজন 16.250 কেজি ৷ এছাড়া 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে ।