পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIA Arrests TMC Leader: বেআইনি বিস্ফোরক ব্যবসার অভিযোগে বীরভূমে এনআইএ-র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি

Birbhum TMC Leader Arrested in Illegal Explosive Business Case: বেআইনি ভাবে বিস্ফোরকের ব্যবসা করার অভিযোগে বীরভূমে এনআইএ-র হাতে ধরা পড়ল তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরি ৷ এই মামলায় আগেই তিনজন গ্রেফতার হয়েছে ৷ তার মধ্যে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ তার বাড়ি থেকেই প্রথম বিস্ফোরক উদ্ধার হয় ৷

NIA Arrests TMC Leader
NIA Arrests TMC Leader

By

Published : Aug 4, 2023, 8:20 PM IST

Updated : Aug 4, 2023, 8:27 PM IST

বেআইনি বিস্ফোরক ব্যবসার অভিযোগে বীরভূমে এনআইএ-র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি

পাইকর (বীরভূম), 4 অগস্ট: তৃণমূল কংগ্রেসের নেতা ইসলাম চৌধুরিকে গ্রেফতার করল এনআইএ । বেআইনি বিস্ফোরক ব্যবসার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় এই নিয়ে চারজন এনআইএ-র জালে ধরা পড়ল ৷

শুক্রবার ভোরে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করেন এনআইএ-র তদন্তকারী গোয়েন্দারা । তাঁকে নিয়ে আসা হয় পাইকর থানায় । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ-র গোয়েন্দারা । ইসলাম চৌধুরির বাড়ি থেকে ল্যাপটপ-সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকেরা । বেলা 12টা নাগাদ তাঁকে গ্রেফতার করে কলকাতার উদ্দেশে রওনা দেয় এনআইএ ৷

ইসলাম চৌধুরি তৃণমূল কংগ্রেসের কুশমোড়-2 অঞ্চলের সভাপতি । সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম চৌধুরির স্ত্রী পারভিন বিবি মুরারই-2 ব্লকের কুশমোড়-2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । ফলে তাঁর গ্রেফতারিতে হইচই পড়েছে বীরভূমের রাজনীতিতে ৷ এই গ্রেফতারিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির চক্রান্ত হিসেবেই দেখছে ৷ আর বিজেপির বক্তব্য, তৃণমূলের সব নেতারাই কোনও না কোনও দুর্নীতিতে যুক্ত ৷ এনআইএ প্রমাণ পেয়েছে বলেই গ্রেফতার করেছে ৷

বেআইনি বিস্ফোরক ব্যবসার অভিযোগে বীরভূমে এনআইএ-র জালে তৃণমূলের ইসলাম চৌধুরি

আরও পড়ুন:নলহাটিতে তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার এনআইএ-র

প্রসঙ্গত, গত 28 জুন বীরভূমের নলহাটি-1 ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনের গ্রাম সংসদ সদস্য (তখন অবশ্য তিনি পঞ্চায়েত ভোটের প্রার্থী) তৃণমূলের মনোজকুমার ঘোষের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এনআইএ । সেই ঘটনার তদন্ত যত এগিয়েছে, ততই বেআইনি বিস্ফোরকের ব্যবসার বিষয়টি সামনে এসেছে ৷ এই ঘটনায় আগেই মনোজকে গ্রেফতার করেছে এনআইএ ৷ গত 10 নলহাটি থানায় ডেকে এনে বীরভূমের ওই পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করে এনআইএ ।

গত 28 জুন বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগাজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক উদ্ধার হয় ৷ ওই জিলেটিন স্টিকের ওজন 16.250 কেজি ৷ এছাড়া 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ ।

পরে ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করে এনআইএ ৷ এবার আরও একজন গ্রেফতার হল ৷ আর তিনি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হওয়ায় বিষয়টি নিয়ে হইচই পড়েছে বীরভূমে ৷

আরও পড়ুন:বীরভূমে এনআইএ-এর হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী

Last Updated : Aug 4, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details