মাড়গ্রাম, 11 এপ্রিল : মাড়গ্রাম থানার দুনিগ্রাম হাইস্কুলের পাশে মিয়াপাড়া মাঠ থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করা হল। আজ সকালে পলিথিন পেপারে মোড়া শিশুকন্যাটিকে উদ্ধার করে গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি ছেলে সকালবেলায় মাঠে প্রাতঃভ্রমণে যায়। সেইসময় সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দেখে একটি সদ্যোজাত পড়ে রয়েছে। গ্রামের বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থানে এসে বাচ্চাটিকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে য়ায়।
স্থানীয় বাসিন্দা আনোয়ারা বিবি বলেন, "আমার ভাইপোর কাছে শুনে শিশুটিকে নিয়ে এসে গরম জলে পরিষ্কার করলাম। তারপর গ্রামবাসীরা এসে সকলে মিলে শিশুটিকে হাসপাতালে নিয়ে এলাম।"
স্থানীয় বাসিন্দা সমীর আলি বলেন, "আজ সকালে খবর পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম। খুব দুঃখজনক ঘটনা। মনে হয় কন্যাসন্তান বলে ফেলে দেওয়া হয়েছে। দেখে মনে হল, গতরাতেই জন্মেছে। সুস্থ আছে শিশুটি।"
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুকন্যাটিকে SNCU (অসুস্থ নবজাতকের পরিষেবা কেন্দ্র)-তে রাখা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।