পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CV Ananda Bose: বিশ্বভারতীর রেক্টর হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস - ড সিভি আনন্দ বোস

প্রথা মেনে বিশ্বভারতীর রেক্টর (প্রধান) হলেন পশ্চিম্বঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷

CV Ananda Bose
বিশ্বভারতীর রেক্টর হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

By

Published : Nov 27, 2022, 8:23 AM IST

শান্তিনিকেতন, ২৭ নভেম্বর: বিশ্বভারতীর রেক্টর (প্রধান) হলেন পশ্চিম্বঙ্গের নয়া রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে ছবি দিয়ে তা প্রকাশ করা হয় ৷ বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনেই নয়া রেক্টর হলেন রাজ্যপাল ।

1951 সালে বিশ্বভারতীর নিজস্ব সংবিধান তৈরি হয় ৷ সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হন রাষ্ট্রপতি, আচার্য হন খোদ প্রধানমন্ত্রী আর রেক্টর (প্রধান) হন রাজ্যের রাজ্যপাল । সেই মতো বিশ্বভারতীর পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এতদিন বিশ্বভারতীর রেক্টর ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপ-রাষ্ট্রপতির জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । সদ্য পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসাবে শপথ নেন প্রাক্তন আমলা ড: সিভি আনন্দ বোস (CV Ananda Bose) । 1977 সালে তিনি কেরল ব্যাচের আইএএস ৷ 40টির বেশি বই লিখেছেন তিনি ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর নিজস্ব প্রথা অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের রেক্টর অর্থাৎ প্রধান হিসাবে নিযুক্ত হলেন ৷ এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে তাঁর ছবি দিয়ে বিষয়টি সবিস্তারে উল্লেখ করেছে ।

আরও পড়ুন:রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, শপথগ্রহণ কাল

ABOUT THE AUTHOR

...view details