বোলপুর, 15 মার্চ: ভূমি ও ভূমি সংস্কার দফতরের দ্বিতীয় দিনের শুনানিতেও অমর্ত্য সেনের জমি নিয়ে জট অব্যাহত রইল (Amartya Sen Land Tangled Case) ৷ তবে, নতুন তথ্য দিলেন বিশ্বভারতীর আইনজীবী ৷ তিনি জানান, অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের সময় থেকেই 13 ডেসিমেল জমি দখলীকৃত ৷ প্রশ্ন উঠেছে, তাহলে বিশ্বভারতী বারবার প্রেস বিজ্ঞপ্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Nobel laureate economist Amartya Sen) জমি জবর দখল করে রেখেছেন বলে উল্লেখ করছে কেন ? এদিন প্রায় 2 ঘণ্টা বোলপুর ভূমি আধিকারিকের উপস্থিতিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়াল-জবাব হয় ৷ ছিলেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ৷
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ একাধিকবার এই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই মর্মে অমর্ত্য সেন শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে থাকাকালীন 3টি চিঠি দিয়ে জমি ফেরত চাওয়া হয়েছে ৷ এমনকি, ভারতরত্নের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র ৷
এই বিষয়ে তাঁর বাবা আশুতোষ সেনের উইলে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে পেশ করে 1.38 একর জমি রেকর্ড করে দেওয়ার আর্জি জানান অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ৷ পালটা জমি মাপঝোঁকের দাবি জানান বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ দু’তরফের আবেদনের প্রেক্ষিতে প্রথম দিনের শুনানিতে জট কাটেনি ৷ তাই এদিন ফের শুনানির দিন ধার্য করা হয়েছিল ৷ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাসের উপস্থিতিতে দু’পক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়াল-জবাব হয় ৷ শুনানির জন্য বোলপুর থানার তরফে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ তবে, দ্বিতীয় দিনের শুনানির পরেও জমি জট অব্যাহত।