পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় শিক্ষানীতি মুক্ত চিন্তার কথা বলে, দাবি প্রধানমন্ত্রীর - তৃণমূল কংগ্রেস

বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল জাতীয় শিক্ষানীতির কথা। তিনি দাবি করেন যে নতুন জাতীয় শিক্ষানীতি মুক্ত জ্ঞানের কথা বলছে। পাশাপাশি মোদির দাবি, দেশে যেন ভয়ের পরিবেশ না থাকে জ্ঞান যেন মুক্ত হয়।

national education policy encourages free thoughts, claims modi
জাতীয় শিক্ষানীতি মুক্ত চিন্তার কথা বলে, দাবি প্রধানমন্ত্রীর

By

Published : Dec 24, 2020, 5:45 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল জাতীয় শিক্ষানীতির কথা। বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আম্রকুঞ্জে আয়েজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেই ভাষণে তিনি দাবি করেন যে নতুন জাতীয় শিক্ষানীতি মুক্ত জ্ঞানের কথা বলছে। পাশাপাশি মোদির দাবি, দেশে যেন ভয়ের পরিবেশ না থাকে জ্ঞান যেন মুক্ত হয়।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করেছেন রাজ্য সরকারের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা ব্রাত্য বসু। প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের পরিবার নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

সরাসরি শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনও পালটা জবাব দেননি ব্রাত্য বসু। তবে তিনি এদিন আগাগোড়া রবীন্দ্রনাথের মুক্ত চিন্তার কথা বলেছেন। কবিগুরুর লেখা একাধিক লেখা থেকে উদ্ধৃতি তুলে ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন ব্রাত্য বসু।

আরও পড়ুন:রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী : ব্রাত্য

ব্রাত্য বসুর কথায়, "সবাইকে নিয়ে চলার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ।" কিন্তু প্রধানমন্ত্রী যে সবাইকে নিয়ে চলেন না, সেই কথা বলতে চেয়েছেন তিনি। তাঁর দাবি, হাথরস নিয়ে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব, কেন তিনি দলিতদের নিয়ে কথা বলেন না, তার প্রমাণ এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ পাওয়া গিয়েছে। পাশাপাশি তাঁর প্রশ্ন, গোরক্ষকদের হাতে যাঁরা নিগৃহীত হচ্ছেন, তাঁদের দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন কি?

ABOUT THE AUTHOR

...view details