নানুর , 27 এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার বীরভূমের নানুর ব্লক সিল করে দেওয়া হল । বর্ধমান, মুর্শিদাবাদ থেকে কোনও গাড়ি নানুর ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না । চলছে পুলিশের কড়া নাকা চেকিং । আগেই বীরভূমের বিভিন্ন সীমানা এলাকা সিল করা হয়েছিল । এবার সিল করা হল নানুর ব্লক ।
সংক্রমণ রুখতে সিল বীরভূমের নানুর, চলছে পুলিশি নজরদারি
মুর্শিদাবাদের সালারে কোরোনায় আক্রান্ত হন এক বৃদ্ধ । এর পরেই মুর্শিদাবাদ থেকে বীরভূমে প্রবেশের সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয় । এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি । তাই এই জেলাকে সুস্থ রাখতে এবার বর্ধমান, মুর্শিদাবাদ সীমানা এলাকার পাশপাশি নানুর ব্লকও পুরোপুরি সিল করে দেওয়া হল ।
মুর্শিদাবাদের সালারে কোরোনায় আক্রান্ত হন এক বৃদ্ধ । এর পরেই মুর্শিদাবাদ থেকে বীরভূমে প্রবেশের সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয় । যাতে বীরভূম জেলায় কোনওরকম সংক্রমণ না ছড়িয়ে পড়ে ,তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল । এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি । তাই এই জেলাকে সুস্থ রাখতে এবার বর্ধমান, মুর্শিদাবাদ সীমানা এলাকার পাশপাশি নানুর ব্লকও পুরোপুরি সিল করে দেওয়া হল ।
অনুব্রত মণ্ডলের নির্দেশে বীরভূমের নানুর ব্লক পুরোপুরি সিল করে কড়া পুলিশি নজরদারি চলছে । নানুর ব্লকে ঢোকার সময় প্রতিটি রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং । প্রতিটি গাড়ি কোথা থেকে আসছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বহিরাগতদের নানুর ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না । এছাড়া, প্রতিটি গাড়ির নম্বর নথিভূক্ত করছে পুলিশ । যদিও, আগেই বীরভূম জেলায় ঢোকার মুর্শিদাবাদ, বর্ধমান সীমানা সহ ঝাড়খণ্ড সীমানা সিল করে দেওয়া হয়েছে । এবার পুরোপুরিভাবে একটি ব্লক সিল করে দেওয়া হল ।