ওড়িশা থেকে উদ্ধার বিশ্বভারতীর মায়ানমারের ছাত্র বোলপুর, 23 সেপ্টেম্বর: বিশ্বভারতী থেকে নিখোঁজ মায়ানমারের ছাত্রের খোঁজ মিলল ওড়িশায় । ছাত্রকে অপহরণ করার অভিযোগ ওঠে । ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ছাত্র অপহরণে আন্তর্জাতিক অবৈধ ব্যবসার যোগ রয়েছে । শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ।
ঘটনায় গ্রেফতার 12 জনের মধ্যে তিনজন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ৷ এই তিনজনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় । বিচারক 14দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । বাকি, একজন নানুরের বাসিন্দা ও আট জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা । অপহরণে ব্যবহৃত দুটি চার চাকা গাড়ি ও অপহৃত ছাত্র-সহ ধৃতদের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ৷ উদ্ধার হওয়া গবেষক ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
এ দিন বোলপুর এসডিপিও অফিসে সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । তিনি বলেন, "অবৈধ একটি ব্যবসার সঙ্গে যুক্ত এই চক্র ৷ মোটা অংকের লেনদেন হয়েছে । সেই ঘটনা থেকেই অপহরণ ৷ মায়ানমারের ছাত্র অপহরণে আন্তর্জাতিক লেনদেন ও যোগ থাকতে পারে, প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে ।" তবে কীসের ব্যবসা সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশ সুপার ।
সূত্রের তরফে জানা গিয়েছে, মানুষের মাথার চুলের ব্যবসার বড় আন্তর্জাতিক চক্র ছিল । কোটি কোটি টাকার লেনদেন হয়েছে । এই চক্রের সঙ্গেই যুক্ত ধৃতরা । বিশ্বভারতীর এই ছাত্রের কী ভূমিকা এই ঘটনায়, তার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "বাকি ধৃতদের 24 সেপ্টেম্বর আদালতে তোলা হবে ৷ উদ্ধার হওয়া ছাত্র সুস্থ আছে । তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ মোবাইল টাওয়ার, সিসিটিভি ফুটেজ দেখে 30 ঘণ্টার মধ্যে পুলিশ মায়ানমারের ছাত্রকে উদ্ধার করতে পেরেছে । অভিযুক্তদের গ্রেফতার করেছে ।"
আরও পড়ুন: বোলপুর থেকে বিশ্বভারতীর মায়ানমারের ছাত্রকে অপহরণ! তদন্তে পুলিশ
অভিযোগ, 21 সেপ্টেম্বর ইন্দিরাপল্লির ভাড়া বাড়ি থেকে মায়ানমারের বাসিন্দা বিশ্বভারতীর গবেষক ছাত্র প্যানচারা থাইকে অপহরণ করা হয় । দুটি গাড়িতে করে 12 জন এসে তাঁকে অপহরণ করে বলে অভিযোগ ৷ বিশ্বভারতীর তুলনামূলক ধর্ম ও দর্শন বিভাগ থেকে বৌদ্ধ দর্শন নিয়ে গবেষণা তাঁর । বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়েই তদন্তে নামে বীরভূম পুলিশ ৷ এরপর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ ও ফোন কল ট্র্যাক করে ওড়িশা রাজ্যের তালসারির সমুদ্র সৈকতে একটি হোটেল থেকে বিদেশি ছাত্রকে উদ্ধার করা হয় ।