কীর্ণাহার, 28 মে : 7 মাস ধরে টাকা পাঠাননি স্বামী ৷ ফলে আর্থিক অনটন থেকে বাঁচতে সন্তানদের বিষ খাইয়ে, নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন মা ৷ মৃত্যু হয়েছে দুই মেয়ের ৷ মা ও ছেলেকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার কালিনগর গ্রামে (Mother poisoned her three children in Kirnahar) ৷
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সংসারে আর্থিক অনটন চলছিল৷ এই নিয়ে স্বামী-স্ত্রী'র মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ কর্মসূত্রে স্বামী বাইরেই থাকতেন ৷ 27 মে রাতেও ফোনে স্বামীর সঙ্গে অশান্তি হয় স্ত্রী সেরিনা বিবির ৷ এরপরেই তিন সন্তানকে নিয়ে ঘরে ঢুকে চাষ জমিতে দেওয়ার কীটনাশক খান তিনি ৷