রামপুরহাট, 5 মে : রামপুরহাট পৌরসভা এলাকায় দুটি স্যানিটাইজ়ার টানেল বসেছে কয়েকদিন আগে । । একটি রামপুরহাট পৌরসভার সামনে ও অন্যটি পৌরসভার মাঠে সবজি বাজারে বসানো হয়েছে । খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা । কিন্তু সেই টানেল সাধারণ মানুষ ব্যবহার করছেন না বলে অভিযোগ উঠেছে ।
লকডাউন শুরুর পর রামপুরহাটের সবজি বাজারে অতিরিক্ত ভিড় শুরু হয় । সে কারণে বাজার তুলে দেওয়া হয় । পরিবর্তে সেই বাজার পৌরসভার সামনের মাঠে বসে । কিন্তু তারপরও ভিড় আটকানো সম্ভব হয়নি । উপায় না পেয়ে স্যানিটাইজ়ার টানেল বসানোর সিদ্ধান্ত নেয় পৌরসভা । 29 এপ্রিল সবজি বাজারের সামনে একটি স্যানিটাইজ়ার টানেল বসানো হয় । বাজারে আসা প্রত্যেককে টানেল ব্যবহার করার অনুরোধ করা হয় । কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, বেশিরভাগ মানুষ এই টানেল ব্যবহার করছেন না । অথচ এই বাজারে প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ আসেন ।