পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subhas Sarkar : কেন্দ্রের শিক্ষানীতি মানতে বাধ্য রাজ্য, দাবি সুভাষ সরকারের - West Bengal Government

সম্প্রতি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুভাষ সরকার ৷ তার পর বুধবার তিনি এসেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের শিক্ষানীতি মানতে বাধ্য হবে ৷

mos education subhas sarkar said that mamata banerjee government have to accept centre education policy
Education Policy : কেন্দ্রের শিক্ষানীতি মানতে বাধ্য হবে রাজ্য, দাবি সুভাষ সরকারের

By

Published : Aug 18, 2021, 9:49 PM IST

বোলপুর, 18 অগস্ট : কেন্দ্রের মোদি সরকার (Modi Government) গত বছরই নতুন শিক্ষানীতি (Education Policy) নিয়ে এসেছে ৷ যা নিয়ে কোনও কোনও মহল থেকে কেন্দ্রের প্রশংসা করা হয়েছে ৷ আবার কোনও কোনও মহল থেকে সমালোচনা করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার এই শিক্ষানীতির বিরোধিতা করে আসছে গোড়া থেকে ৷ কিন্তু শেষ পর্যন্ত মমতার সরকার এই শিক্ষানীতি মানতে বাধ্য হবে বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ৷

আরও পড়ুন :Sushmita Deb-TMC : সুস্মিতাকে সামনে রেখে অসম বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত তৃণমূল

বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva bharati University) এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেছেন তিনি ৷ রাজ্য সরকার তো শিক্ষানীতি মানতে চাইছে না, এই প্রশ্ন তাঁকে করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে ৷ তখনই তিনি রাজ্য শিক্ষানীতি মানতে বাধ্য হবে বলে জানান ৷

তবে তার আগে তিনি যোগ করেন, ‘‘রাজ্য সরকার তো অনেক কিছুই মেনে নিতে চায় না ৷ আবার অনেক কিছু থেকে সম্পূর্ণ লাভও নেয় ৷’’ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পণ্য পরিষেবা কর বা জিএসটির (GST) কথা বলেন ৷ এই কর কাঠামোকেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানতে চায়নি, তাও তিনি উল্লেখ করেন ৷ বলেন, ‘‘কিন্তু জিএসটি-র পরে রাজ্য সরকারের লাভ সবচেয়ে বেশি হয়েছে ৷’’

আরও পড়ুন :Visva Bharati : বিশ্বভারতীতে নতুন বিতর্ক, কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে ভিড় বিজেপি নেতাদের

কেন জিএসটি থেকে বাংলার লাভ সবচেয়ে বেশি হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ৷ তাঁর দাবি, ‘‘তার কারণ এখানে উৎপাদন হয় না ৷ কিন্তু কেনা হয় ৷ সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের লাভ সব থেকে বেশি ৷’’

এর পরই তিনি বলেন, ‘‘সমস্ত শিক্ষাকূল যেভাবে মেনে নেবে ৷ রাজ্য সরকারও মানতে বাধ্য হবে ৷ তখন খুশির সঙ্গেই মেনে নেবে ৷’’ যদিও এই নিয়ে রাজ্য সরকারের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন :TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

ABOUT THE AUTHOR

...view details