শান্তিনিকেতন, 22 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধী আন্দোলনে উত্তাল দেশ থেকে রাজ্য ৷ সেই আন্দোলনের ছায়া দেখা গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৷ বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা লেখা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে জুড়ে ৷ বিশ্বভারতীর দেওয়ালে লেখা 'মোদি দেশদ্রোহী' ৷
বিশ্বভারতীর দেওয়ালে 'মোদি দেশদ্রোহী'
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদের ঝড় বিশ্বভারতীর বিভিন্ন দেওয়ালে ৷ দেওয়ালে লেখা 'মোদি দেশদ্রোহী' ৷
শান্তিনিকেতনের রাস্তার উপরে, দেওয়ালে সর্বত্র লেখা এই পোস্টার ৷ লিখনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও লেখা হয়। সেই সঙ্গে লেখা 'NO NRC', 'NO CAA', 'NO NPR'। এমনকি, 'BJP, RSS দূর হঠাও' লিখেও পোস্টার দেওয়া হয় শান্তিনিকেতনজুড়ে।
আগামীকাল 23 ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করার কথা রয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের । তার আগে বিশ্বভারতীজুড়ে চলছে দেওয়াল লিখন।