মল্লারপুর, 27 নভেম্বর: বীরভূমের মল্লারপুরে রবিবার বিজেপি'র জনসভায় ফাটাকেষ্ট'র ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) । অনুব্রত মণ্ডলের জেলায় এদিন বিজেপি কর্মী ও আম জনতা মুখিয়ে ছিল মিঠুনকে দেখার জন্য ৷ এদিন সভামঞ্চে যখন মিঠুন যখন বক্তব্য রাখতে ওঠেন সে সময় জনতার দরবার থেকে একধিক প্রশ্ন ও আবেদন ছুটে যায় তাঁর দিকে (Mithun Chakraborty in Birbhum Mallarpur) ।
এক মহিলা চিৎকার করে বলতে থাকেন,"স্যার আমারা 20-22 বছর ধরে ভাড়া বাড়িতে থাকছি ৷ আবাস যোজনার বাড়ি পাইনি ৷" জবাবে বিজেপি নেতা মিঠুন বলেন, "আপনার ভাড়া দেওয়ার দিন শেষ ।"এরপর প্রশ্নের উত্তর দিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মুজমদারকে মাইক্রো ফোন দিয়ে মিঠুন বলেন, "শুনে নিন মোদিজি কী কী করেছেন ।" কেন্দ্রের প্রকল্পের সুবিধা এরাজ্যে না-আসার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন সুকান্ত ৷