দুবরাজপুর 7 জুন : তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে গতকাল মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়। এরপরেই তাঁর মন্তব্য নিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি সঞ্জয় অধিকারী ও রাজ্য স্তরের বিরোধী নেতারা এর নিন্দা করেন।
রবিবার দুবরাজপুরে শতাব্দী রায় বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, "সবাই আমার পুরো সাক্ষাৎকারটি দেখেননি। ফেসবুকে কিছু উক্তি করে লিখে দেওয়া, কিছু স্পেসিফিক শব্দকে ব্যবহার করে এটা করা হচ্ছে। আমি ঠিক কী কথা বলেছি আদৌ সবাই শোনেননি আর বোঝার চেষ্টা করেননি। আমি বলেছি যে, যদি আপনার বাড়িতে একজন লোক আসে যেভাবে তাঁকে সুযোগ সুবিধা দিতে পারবেন, যত্ন করতে পারবেন, হাজার লোক এলে সেই সুযোগ সুবিধা দিতে পারবেন না বা যত্ন করতে পারবেন না। এবার এত লোক আসছে, এত পরিযায়ী শ্রমিক আসছে তাঁরা যদি জামাই আদর চায় তাহলে সেটা সম্ভব নয়। BDO-দের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন বহু ক্ষেত্রে তাঁদের চাহিদা অনেক বেশি থাকছে। যারা চাইছে না তাদের তো নয়। এটা সবার জন্য বলছি না, যারা চাইছে এটা খাব না, ওটা খাব না। এইতো এখনই শুনলাম, সপ্তাহে দুদিন বিরিয়ানি দিতে হবে বলছে। তাহলে এই চাওয়াগুলো তো সম্ভব নয়। সেই ক্ষেত্রেই বলেছি জামাই আদরটা সম্ভব নয়।"