রামপুরহাট, 18 অক্টোবর, : রামপুরহাট শহরের 4 নম্বর ওয়ার্ডের মালপাড়ায় শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । যুবতির নাম টিনা খাতুন । ঘটনার সময় ওই যুবতি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন । পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।
রাতের টিনার বিছানার পাশে জানালা খোলা ছিল । তখন কেউ বা কারা কাচের বাল্বে ভরে অ্যাসিড জানালা দিয়ে তাঁর গায়ে ছুড়ে মারে । টিনা বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম । হঠাৎ জানালা দিয়ে কিছু একটা আমার গায়ে পড়ে । তারপর হাত জ্বলতে থাকে । উঠে দেখি বিছানার চারপাশে কাচের টুকরো l ঘরে অ্যাসিডের গন্ধ l তবে আমার মুখ কাপড়ে ঢাকা ছিল তাই অ্যাসিড মুখে লাগেনি । তবে হাতের অনেকটা পুড়ে গেছে l"