পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুমন্ত যুবতির উপর অ্যাসিড হামলা - acid attack in bengal

রামপুরহাটে শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন । অ্যাসিডে তাঁর হাত পুড়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত করছে ।

acid

By

Published : Oct 18, 2019, 3:40 AM IST

Updated : Oct 18, 2019, 12:59 PM IST

রামপুরহাট, 18 অক্টোবর, : রামপুরহাট শহরের 4 নম্বর ওয়ার্ডের মালপাড়ায় শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । যুবতির নাম টিনা খাতুন । ঘটনার সময় ওই যুবতি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন । পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

রাতের টিনার বিছানার পাশে জানালা খোলা ছিল । তখন কেউ বা কারা কাচের বাল্বে ভরে অ্যাসিড জানালা দিয়ে তাঁর গায়ে ছুড়ে মারে । টিনা বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম । হঠাৎ জানালা দিয়ে কিছু একটা আমার গায়ে পড়ে । তারপর হাত জ্বলতে থাকে । উঠে দেখি বিছানার চারপাশে কাচের টুকরো l ঘরে অ্যাসিডের গন্ধ l তবে আমার মুখ কাপড়ে ঢাকা ছিল তাই অ্যাসিড মুখে লাগেনি । তবে হাতের অনেকটা পুড়ে গেছে l"

ঘটনার পর প্রতিবেশীরা রামপুরহাট থানায় ফোন করলে পুলিশ আসে । তারা টিনাকে রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় l টিনা এখন সেখানে চিকিৎসাধীন l পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে । এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

যুবতির হাতে অ্যাসিডের ক্ষত।

উল্লেখ্য, গত মাসে দাসপুরে দুই কিশোরীর উপর অ্যাসিড হামলা হয় । প্রাইভেট কোচিং থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা হয়েছিল । রাত 8টা নাগাদ তারা যখন সাইকেলে চেপে বাড়ি ফিরছিল এক যুবক তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে । এক ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত হয় । অন্য একজনের পিঠ পুড়ে যায় ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 18, 2019, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details