রামপুরহাট, 15 ফেব্রুয়ারি: স্কুল থেকে ফেরার পথে মাধ্যমিকের এক ছাত্রীর উপর চড়াও হল চার–পাঁচ জন দুষ্কৃতী (miscreants attacked on student with sharp weapons in ramputhat) । ছাত্রীটি পালানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে আঘাত করে । বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে । পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Birbhum news) ।
জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি রামপুরহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ভাঁড়শালা মসজিদ পাড়ায় । বুধবার দুপুরে রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অ্যাডমিড কার্ড নিয়ে বাড়ি ফিরছিল মাধ্যমিকের ওই ছাত্রী । স্কুল থেকে মহকুমা শাসকের বাংলোর গা ঘেঁষে যাওয়া রাস্তা ধরে বাড়ি ফিরছিল ওই ছাত্রী । পাশেই রয়েছে জিতেন্দ্র লাল গ্রন্থাগার, এফসিআই গোডাউন, সমবায় ব্যাঙ্ক । একটু দুরেই জিতেন্দ্র লাল বিদ্যাভবন নামে ছেলেদের স্কুল । এরকম একটি জনবহুল রাস্তার উপর চার-পাঁচ দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে ছাত্রীর রাস্তা আটকায় । ওই ছাত্রীকে থামতে বলে । তাদের কথা শুনে ছাত্রীটি না থেমে পালানোর চেষ্টা করলে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা । ওই ছাত্রীল তাদের বাধা দিতে এলে গলায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এরপরেই ছাত্রীটির চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।