পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Boy Missing: 36 ঘণ্টা পরও নিখোঁজ নাবালক, বীরভূম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

36 ঘণ্টা পরেও নিখোঁজ নাবালক (Minor Boy Missing)। পুলিশ কুকুর এনেও পাওয়া গেল না শান্তিনিকেতনের (Minor Boy Missing in Santiniketan) মোলডাঙার নাবালক শিবম ঠাকুরকে ৷ দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ওই গ্রাম-সহ আশেপাশের গ্রামে চিরুনি তল্লাশি চলছে ৷ পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Minor Boy Missing
36 ঘণ্টা পরও নিখোঁজ নাবালক

By

Published : Sep 19, 2022, 10:54 PM IST

শান্তিনিকেতন, 19 সেপ্টেম্বর: 18 সেপ্টেম্বর সকাল 9.30 মিনিট থেকে শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামের টালিপাড়া থেকে নিখোঁজ বছর পাঁচের এক নাবালক (Minor Boy Missing in Santiniketan)। নাম শিবম ঠাকুর ৷ বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মুদি দোকানে গিয়ে গ্রামের রাস্তা থেকে নিখোঁজ হয় ওই নাবালক।

সদ্য নিখোঁজ থাকার পর বাগুইআটিতে (Baguiati Double Murder Case) দুই যুবকের দেহ উদ্ধার হয় ৷ একইভাবে নিঁখোজ থাকার পর ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের গলার নলি কাটা দেহ উদ্ধার হয় ৷ এই দুই ঘটনার পর এবার শান্তিনিকেতনে নাবালক নিখোঁজ। যা নিয়ে নাজেহাল পুলিশ প্রশাসন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) অভিষেক রায় ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে-এর নেতৃত্বে তদন্তে নেমেছে পুলিশ।

36 ঘণ্টা পরও নিখোঁজ নাবালক

ওই গ্রাম-সহ আশেপাশের গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয় ৷ পুলিশ কুকুর এনেও তদন্ত করা হয় ৷ কিন্তু ঘটনার 36 ঘণ্টা পরও কোনওরকম কিনারা করতে পারেনি বীরভূম পুলিশ (Birbhum Police)। এমনকী, নূন্যতম সূত্রও পাচ্ছে না পুলিশ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন গ্রামের লোকজন । ইতিমধ্যেই মুদিখানার দোকানদার-সহ গ্রামের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷

আরও পড়ুন:শান্তিনিকেতনে নাবালক নিঁখোজ, বাগুইআটি-ইলামবাজারের ছায়া দেখে তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details