ইলামবাজার, 16 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন নেতা-কর্মীদের নিয়ে ইলামবাজারের বেলোয়া গ্রামে যান মন্ত্রী ৷ কেউ একশো দিনের কাজ (100 Days Job) পাননি, কোন শ্রমিক বাড়ি পাননি, কেউ বা সরকারি পরিষেবা পাননি বলে অভিযোগ ওঠে ৷
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য ও প্রান্তিক মানুষের পাশা থাকার জন্য 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়ক-সাংসদদের 'দিদির দূত' হিসাবে শহর থেকে গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই মতো বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে সাংসদ শতাব্দী রায় থেকে শুরু করে তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য, নানুরের বিধায়ক বিধান মাঝি, বোলপুরের সাংসদ অসিত মালকে।
এদিন ইলামবাজারের নানাসোল গ্রাম পঞ্চায়েতের বেলোয়া গ্রামে দলের নেতা-কর্মীদের নিয়ে যান রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক (Bolpur MLA) চন্দ্রনাথ সিনহা। প্রথমে গ্রামে একটি সভা করেন তিনি ৷ পরে গ্রাম ঘুরে মানুষের অভাব-অভিযোগ শোনেন মন্ত্রী ৷ সেই সময় কয়েকজন গ্রামবাসী তাঁদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীরা জানান, আবাস যোজনার বাড়ি পাননি প্রকৃত প্রাপকরা, একশো দিনের কাজ পাননি অনেকেই ৷ এমনকী, সরকারি পরিষেবাও সঠিকভাবে পাননি তাঁরা।