পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনে নেই বিদ্যুৎ, বোলপুর স্টেশনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

আজ সকালে আগরতলাগামী একটি ট্রেন বোলপুর স্টেশনে দাঁড়ায় ৷ ট্রেনটি চেন্নাই থেকে আসছিল ৷ ট্রেন থামতেই স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা । তাঁদের অভিযোগ, ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ট্রেনে বিদ্যুৎ ছিল না ৷ পাশাপাশি মেলেনি খাবার ও জল ৷ এতে সমস্যায় পড়েছেন তাঁরা ৷

বিদ্যুৎহীন ট্রেন-নেই জল ও খাবার, বোলপুর স্টেশনে নেমে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
বিদ্যুৎহীন ট্রেন-নেই জল ও খাবার, বোলপুর স্টেশনে নেমে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

By

Published : May 29, 2020, 5:16 PM IST

বোলপুর, 29 মে: ট্রেনে জ্বলেনি আলো । চলেনি পাখা । দীর্ঘ ট্রেন যাত্রায় মেলেনি খাবার ও জলও । এই অভিযোগে বোলপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীরা ৷ রেল পুলিশ ও স্টেশন ম্যানেজার শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

আজ সকালে আগরতলাগামী একটি ট্রেন বোলপুর স্টেশনে দাঁড়ায় ৷ ট্রেনটি চেন্নাই থেকে আসছিল ৷ ট্রেন থামতেই স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা । তাঁদের অভিযোগ, ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ট্রেনে বিদ্যুৎ ছিল না ৷ পাশাপাশি মেলেনি খাবার ও জল ৷ এতে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ বিশেষ করে মহিলা ও শিশুরা ৷ দীর্ঘ পথে বিভিন্ন স্টেশনে এই নিয়ে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি ৷ তাই বিক্ষোভের পথ বেছে নেন তাঁরা ৷

এদিকে হঠাৎ করে এত জন শ্রমিক স্টেশনে নেমে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ভিন রাজ্য থেকে ফেরা ওই শ্রমিকদের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা ৷ তড়িঘড়ি রেল পুলিশ ও স্টেশন ম্যানেজার এসে শ্রমিকদের বুঝিয়ে ট্রেনে তোলেন । প্রায় 30 মিনিট পর ট্রেন ছাড়া হয় । একইভাবে পুনে থেকে গুয়াহাটি গামী ট্রেনের যাত্রীরাও জল ও খাবারের অভাবে স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরে রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয় । প্রতিটি কামরায় যাত্রীদের জল দেওয়ার পর বিক্ষোভ থামে ।

এখনও পর্যন্ত বীরভূম জেলায় 25 হাজারেরও বেশি ভিনরাজ্যের শ্রমিক এসেছেন । ক্রমেই বাড়ছে বীরভূমে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ 21 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হন । যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 109 ।

ABOUT THE AUTHOR

...view details