বোলপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বোলপুর, 6 জুন: একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে । তদন্ত চলছে ৷ তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত ফান্ড বন্ধ থাকবে। বোলপুরে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ।
প্রসঙ্গত, একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, বার বার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন পঞ্চায়েত নির্বাচন । তার আগে বিজেপি সরকারের 9 বছরে কী কী উন্নয়ন হয়েছে, এই সংক্রান্ত একটি কর্মশালায় বোলপুরে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । পরে তিনি সাংবাদিক বৈঠক করেন ৷
মন্ত্রী বলেন, "পঞ্চায়েতের কোন ফান্ড বন্ধ নয় ৷ একশো দিনের কাজে এই রাজ্যে গড়মিল হয়েছে । সেটা নিয়েই তদন্ত চলছে ৷ সব কিছুর একটা নিয়ম আছে ৷ তাই তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত একশোদিনের কাজের পুরনো ফান্ড বন্ধ থাকবে ৷ নতুন কাজের যদি চাহিদা থাকে সেটা আবেদন করুক ।" অর্থাৎ, একশো দিনের কাজের টাকা আপাতত যে কেন্দ্র সরকার রাজ্যকে দেবে না, তারই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তবে এই রাজ্যে মোদি সরকারের 9 বছরের উন্নয়নের নিরিখেই ভোট চাইবে বিজেপি ৷ এমনটাই জানান তিনি ৷
আরও পড়ুন:বোর্ড লাগিয়েও হয়নি রাস্তা, 100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তৃণমূলের
উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা । এছাড়া, ওড়িশার বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রেলের দুই অফিসারের অডিয়ো ক্লিপ ফাঁস করেন ৷ তা নিয়েই প্রশ্ন তুলে রেল দুর্ঘটনার পিছনে তৃণমূলের যোগ আছে বলে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অডিও ক্লিপ যখন পেয়েছেন, তখন কিছু তো আছে ৷ শুভেন্দু অধিকারী কোনও তথ্য ছাড়া নিশ্চয় দাবি করবেন না ।"