বাতাসপুর (বীরভূম), 27 মার্চ : বগটুই গ্রামে নিহতদের পরিবারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম পাঠাল রাজ্য সরকার । ঘটনার পর সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছেন নিহতের পরিবারের অনেকেই । সেখানেই চিকিৎসকরা এসে স্বাস্থ্য পরীক্ষা করেন (Medical Team from Sainthia Ahmedpur visits Bagtui victims in Bataspur Birbhum) ৷
রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকেই এখনও গ্রামছাড়া ৷ আতঙ্কে নিহতের পরিবারের অনেকেই আশ্রয় নিয়েছেন সাঁইথিয়া থানার বাতাসপুরে ৷ বগটুইয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, নিহতদের পরিবারের যেন কোনও পরিষেবার সমস্যা না হয় ৷ সেইমতো এদিন আহমেদপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে 5 সদস্যের মেডিক্যাল দল যায় বাতাসপুর গ্রামে ৷
নিহতদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক । যাঁরা 21 মার্চের ভয়াবহ ঘটনার সাক্ষী, তাঁদের শারীরিক কোনও সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয় ৷ প্রসঙ্গত, এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকেরাও । পরে চিকিৎসক ও সুপারের সঙ্গেও কথা বলেন তাঁরা ৷ জানা গিয়েছে, এই বাতাসপুর গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই অফিসারেরা ।