পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medical Team Visits Bagtui : বগটুইয়ে নিহতদের পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিক্যাল টিম - রামপুরহাট বগটুই

বাতাসপুরে পৌঁছল চিকিৎসকের দল ৷ এখানেই রয়েছেন বগটুই গ্রামে নিহতদের পরিবারের লোকজন ৷ তাঁদের দেখতে এলেন চিকিৎসকেরা (Medical Team Visits Bagtui ) ৷

Rampurhat Massacre
বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক

By

Published : Mar 27, 2022, 2:55 PM IST

Updated : Mar 27, 2022, 3:43 PM IST

বাতাসপুর (বীরভূম), 27 মার্চ : বগটুই গ্রামে নিহতদের পরিবারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম পাঠাল রাজ্য সরকার । ঘটনার পর সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছেন নিহতের পরিবারের অনেকেই । সেখানেই চিকিৎসকরা এসে স্বাস্থ্য পরীক্ষা করেন (Medical Team from Sainthia Ahmedpur visits Bagtui victims in Bataspur Birbhum) ৷

রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকেই এখনও গ্রামছাড়া ৷ আতঙ্কে নিহতের পরিবারের অনেকেই আশ্র‍য় নিয়েছেন সাঁইথিয়া থানার বাতাসপুরে ৷ বগটুইয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, নিহতদের পরিবারের যেন কোনও পরিষেবার সমস্যা না হয় ৷ সেইমতো এদিন আহমেদপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে 5 সদস্যের মেডিক্যাল দল যায় বাতাসপুর গ্রামে ৷

নিহতদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক । যাঁরা 21 মার্চের ভয়াবহ ঘটনার সাক্ষী, তাঁদের শারীরিক কোনও সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয় ৷ প্রসঙ্গত, এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকেরাও । পরে চিকিৎসক ও সুপারের সঙ্গেও কথা বলেন তাঁরা ৷ জানা গিয়েছে, এই বাতাসপুর গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই অফিসারেরা ।

বাতাসপুরে বগটুইয়ে নিহতদের পরিজনদের দেখতে মেডিক্যাল টিম

আরও পড়ুন : CBI Probe into Rampurhat Massacre : সিটের থেকে তদন্তভার নিল সিবিআই, বগটুইয়ে শুরু তদন্ত

প্রসঙ্গত উল্লেখ্য, 21 মার্চ, সোমবার রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । অভিযোগ, উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা গ্রামে তাণ্ডব চালায় ৷ সোমবার রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন 8 জন ৷

ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছিলেন ৷ বৃহস্পতিবার, 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দোন ৷ পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন ৷ 25 মার্চ কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : CBI to Investigate Rampurhat Massacre : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Mar 27, 2022, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details