নলহাটি, 5 মার্চ:পারস্পরিক বিবাদের জের ! ব্যস্ততম রাস্তায় ফেলে স্ত্রীকে ধারাল অস্ত্রের কোপ স্বামীর । ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক স্বামীকে ধরে তুলে দিয়েছে পুলিশের হাতে । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে । অভিযুক্তের নাম মোহিত কুমার বর্মা ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় যুবতী রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জখম যুবতীর নাম সাকিলা খাতুন । তাঁর বাড়ি বীরভূমের মুরারই থানার বিরোলি গ্রামে (Man stabs his wife on street with sharp weapon) ।
জানা গিয়েছে, শনিবার সন্ধেয় কলকাতা থেকে ট্রেনে এসে নলহাটি রেল স্টেশনে নামেন সাকিলা খাতুন । তারপর নলহাটি রামমন্দিরের সামনে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি । সেই সময় তাঁর স্বামী এসে তাঁকে ছুরি মারে বলে অভিযোগ । তাঁর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় ৷ তারা স্বামীকে ধরে ফেলেন ৷ পুলিশে খবর দেয় তারা ৷ নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে জখম মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা ৷