পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Pushed Passenger From Train: রামপুরহাটে খোদ পুলিশকর্মীই যাত্রীকে ট্রেন থেকে ফেলেছিলেন, ধৃত অভিযুক্ত - Rampurhat NEWS

কলকাতা পুলিশের এক কর্মী চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন এক ব্যক্তিকে (Police Pushed Passenger From Train) ৷ রামপুরহাটের সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ (Man pushed from train in Rampurhat) ৷

ETV Bharat
rampurhat news

By

Published : Oct 18, 2022, 8:44 PM IST

রামপুরহাট, 18 অক্টোবর: রামপুরহাটে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল রেল পুলিশ । ধৃতের নাম মন্টু মণ্ডল । তার বাড়ি বীরভূমের বোলপুরের সুঁড়ি পাড়ায় । তিনি কলকাতা পুলিশের কর্মী বলে জানা গিয়েছে । সোমবার তাকে কলকাতা থেকে গ্রেফতার করে রেল পুলিশ (police pushed passenger from train) ।

ধৃত ব্যক্তিকে মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । উল্লেখ্য, গত 15 অক্টোবর হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন থেকে সজল শেখ নামে এক যাত্রীকে ফেলে দেওয়া হয় । সেই ঘটনার ভিডিয়ো করে এক মূক ও বধির যুবক । ঘটনার পর মুরারই থানায় বিষয়টি জানাই সেই যুবক (Rampurhat NEWS) ।

আরও পড়ুন: পান্ডে ব্রাদার্সের 134 কোটি টাকার লেনদেন

মুরারই থানা রামপুরহাট জিআরপি'কে বিষয়টি জানালে মল্লারপুর তারাপীঠ স্টেশনের মধ্যে এক জায়গা থেকে সজল শেখকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ । এই ঘটনার তদন্ত শুরু করে রেল পুলিশ । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মদল দেওয়ার অভিযোগে নাসির সেখ নামে এক অভিযুক্তকে অগেই গ্রেফতার করা হয় ৷ আর সোমবার গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত (man accused of pushing passenger from train arrested) ৷

ABOUT THE AUTHOR

...view details