পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী'র নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ - পোস্টার

ভোট প্রচার শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের উপর ৷

Panchayat Elections 2023:
মমতার ভাইয়ের স্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

By

Published : Jul 6, 2023, 11:07 PM IST

রামপুরহাট, 6 জুলাই:ভোটের বাকি একদিন ৷ আর ঠিক তার প্রাক্কালে উত্তপ্ত হচ্ছে গ্রাম দখলের লড়াই। কখনও মারধর কখনও হুমকি বা কখনও প্রচার কর্মসূচিতে বাধা দান। বারংবার বিরোধীদের আটকানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট প্রচার শেষ হতেই, রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা পঞ্চায়েত, বনহাট পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল তৃণমূল। অভিযোগ, সন্ধ্যা নামতেই বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরা রামপুরহাট 1 নম্বর ব্লকের মোড়লা, সোলাগোড়া, কুসুম্বা, বিভিন্ন জায়গায় কোথাও পোস্টার ব্যানার ধারালো কিছু দিয়ে কেটে দেয়, আবার কোথাও একদম ছিঁড়ে ফেলে। বিষয়টি নিয়ে রামপুরহাট 1 নম্বর ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় রামপুরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কুসুম্বা পঞ্চায়েত থেকে 5 নম্বর আসনে ভোটে লড়ছেন পম্পা মুখোপাধ্যায়। আজ ভোটের প্রচার শেষ করে বাড়ি ফিরেই বিভিন্ন জায়গায় তাঁর ছবি দেওয়া পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার খবর আসে তাঁর কাছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি নিয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে মৌখিকভাবে জানান। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থী পম্পা মুখোপাধ্যায় বলেন, "প্রচার শেষ করে বাড়ি ফিরেই বিভিন্ন এলাকা থেকে আমাকে কর্মীরা ফোন করে আমার ছবি দেওয়া পোস্টার ও ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমি বিষয়টি জানিয়েছি বিডিওকে। আমাদের কর্মীদের অশান্তি থেকে দূরে থাকতে বলেছি। কারা করেছে সেই বিষয়ে আমি কিছু বলব না। তাঁদের ভোটের ফলাফলের পর জবাব দেব। পোস্টার ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো আদর্শ, নীতি নিয়ে পথ চলি।" যদিও এ বিষয়ে, বাম কংগ্রেস বা বিজেপি কারোরই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:'তৃণমূলের মুখের নকশা বদলে দিন', শেষদিনের প্রচারে বিতর্কিত নিদান শতরূপের

ABOUT THE AUTHOR

...view details