পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষমতা-প্রদর্শনের লড়াই, বোলপুরে এবার রোড শো মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো

পদ্মশিবিরকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল । এবার বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 21, 2020, 3:29 PM IST

Updated : Dec 21, 2020, 3:40 PM IST

বোলপুর, 21 ডিসেম্বর : অমিত শাহ-র মতো একই জায়গায় বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । 28 ডিসেম্বর প্রশাসনিক বৈঠকের পর 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলো মাঠ থেকে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ।

গতকাল বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। রোড শো ঘিরে ছিল কর্মী-সমর্থক-অনুগামীদের উপচে পড়া ভিড় । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, বোলপুরের মতো জায়গা যা কি না একেবারে অনুব্রত মণ্ডলের খাসতালুক, সেখানে পদ্ম ফোটার এই ছবিতে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল ।

কেষ্টবাবুর গড়ে এবার ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে নেমে পড়ল তৃণমূলও । যে পথে অমিত শাহ রোড শো করেছিলেন, সেই একই পথে এবার রোড শো করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, একেবারে সরাসরি চ্যালেঞ্জ পদ্মশিবিরকে ।

আরও পড়ুন : ভাইপো-র দাদাগিরি বন্ধ করতে বাংলায় পরিবর্তন চাই : অমিত শাহ

28 ডিসেম্বর বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরের দিন 29 ডিসেম্বর বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তিনি । জেলা তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত এমনটাই ঠিক হয়েছে । তৃণমূল জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, "29 ডিসেম্বর দুপুর 1 টায় বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো । এখনও পর্যন্ত মৌখিকভাবে ঠিক হয়েছে ।"

পদ্মশিবিরকে চ্যালেঞ্জ জানাতে 27 ডিসেম্বরই পদযাত্রা করার কথা ছিল অনুব্রত মণ্ডলের । মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের কথা মাথায় রেখে সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : Dec 21, 2020, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details