বোলপুর, 21 জুলাই: মঞ্চে না-থাকলেও তৃণমূল কংগ্রেসের 21 জুলাই এর সমাবেশে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতর মণ্ডলের দাপট থাকে প্রতিবার ৷ গত বছরও বোলপুরে নিজের বাড়িতে বসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলেন কেষ্ট । কিন্তু গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে এবার তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । তাৎপর্যপূর্ণ ভাবে কলকাতায় শুক্রবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে এবার অনুব্রতর নামও নেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূম জেলার কথাও শোনা যায়নি মমতার মুখে ৷
জন্মলগ্ন থেকে তৃণমূল-কংগ্রেসের একনিষ্ঠ অনুব্রত মণ্ডল । বীরভূম জেলা তৃণমূল সভাপতি 'কেষ্ট' দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় । দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে নিয়ে যখনই বিতর্ক চড়মে উঠেছে, তখনই তাঁর মাথায় হাত রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । 2022 সালে শারীরিক অসুস্থতার জন্য 21 জুলাই ধর্মতলায় শহিদ স্মরণ মঞ্চে থাকতে পারেননি অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও তাঁর প্রভাব, দাপট অব্যাহত ছিল । বীরভূম থেকে কত নেতা-কর্মী ধর্মতলায় যাবে, তা ঠিক করতেন অনুব্রত মণ্ডল। এমনকী, গত তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়িতে বসে নেত্রীর বক্তব্যও শুনেছিলেন কেষ্ট ৷
আরও পড়ুন:গান্ধি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক মমতার