পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 13, 2022, 6:45 PM IST

Updated : Dec 13, 2022, 8:52 PM IST

ETV Bharat / state

Mamata on Lalan Sheikh Death: সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু লালন শেখের, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Sheikh Death) নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর প্রশ্ন, সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল ?

mamata-banerjee-questions-how-lalan-sheikh-died-in-cbi-custody
Mamata on Lalan Sheikh Death: সিবিআই হেফাজতে কিভাবে মৃত্যু লালন শেখের, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু (Lalan Sheikh Death) কি স্বাভাবিক, নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল ! সোমবার লালন শেখের মৃত্যু নিয়ে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, লালনের মৃত্যুর বিষয়টি নিয়ে রাজ্য সরকারও খতিয়ে দেখবে । এদিন মুখ্যমন্ত্রীও সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক ।’’ কিন্তু সিবিআই হেফাজতে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । বলেন, ‘‘ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই এতই স্মার্টই হয়, তাহলে তাদের হেফাজতে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন । আমরাও বিষয়টি তুলব ।’’

প্রসঙ্গত, গতকাল সোমবার সিবিআই রাস্তায় ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ পাওয়া যায় । এরপরই তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবিতে সরব হয়েছে । এমনকী, এই ঘটনার তদন্তে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । এদিন সরাসরি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রকাশ করলেন ।

এদিকে লালন শেখের মৃত্যু নিয়ে উত্তাল বীরভূম ৷ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ চলছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে৷ লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তিনজন সিবিআই অফিসার - বিলাস, ভাস্কর এবং রাহুল তাঁর কাছে তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক দাবি করেছিলেন ৷ না হলে 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল ৷ টাকা দিলে এই ঘটনা থেকে তাঁদের বাঁচিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন জানিয়েছিলেন ৷ তিনি এই নিয়ে রামপুরহাট থানায় এফআইআরও দায়ের করেছেন ৷

একই সঙ্গে তাঁর দাবি, সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে । লালনকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, বেধড়ক মারধর করা হয়েছিল । এমনকি, জিভ কেটে নেওয়ার হুমকি দিয়েছিল । ঘটনায় সিআইডি তদন্তের দাবিও করেন তিনি ৷ পাশাপাশি, বগটুই কাণ্ডের তদন্তে থাকা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতেও অস্বীকার করেন রেশমা ৷

আরও পড়ুন:লালনের মৃত্যুতে সিআইডি তদন্তের দাবি স্ত্রী রেশমার

Last Updated : Dec 13, 2022, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details