পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Deucha Pachami coal project: দেউচা পাচামি প্রকল্পের প্যাকেজে রদবদল, বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা রাজ্যের

দেউচা-পাচামি প্রকল্পের জন্য রাজ্য সরকারের (WB Government) ঘোষিত আর্থিক প্যাকেজে এবার যুক্ত হল আরও দু'টি বিষয় (Mamata Banerjee increases monetary package for tribals in Deucha Panchami coal project)।

Etv Bharat
দেউচা পাচামি প্রকল্পের প্যাকেজে রদবদল

By

Published : Sep 30, 2022, 7:59 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর:পুজোর মুখে দেওচা পাচামি প্রকল্পে (Deucha Pachami Coal project) জমিদাতাদের জন্য সুখবর। রাজ্য সরকারের (WB Government) ঘোষিত আর্থিক প্যাকেজে এবার যুক্ত হল আরও দু'টি বিষয় (Mamata Banerjee increases monetary package for tribals in Deucha Panchami coal project)। দেউচা পাচামি প্রকল্পে জমি দিয়েছেন অথচ চাকরিপ্রার্থীর বয়স 18 না-হওয়ার জন্য এতদিন যারা চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য এবার বাড়তি সুযোগ-সুবিধা ঘোষণা করল রাজ্য। রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রকল্পে জমি দেওয়া পরিবারের কোনও চাকরিপ্রার্থীর বয়স 17 পার করলে সে 18 না-হওয়া পর্যন্ত রাজ্য সরকারের তরফে 10 হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

আর 18 পূর্ণ হলে যথারীতি বাকিদের মতো তিনিও চাকরি পাবেন। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে আরও জানা গিয়েছে যে, সরকারের ঘোষণামতো যাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির সমস্ত শর্তপূরণ হচ্ছে না তাঁদের নিয়োগ করা হবে চতুর্থ শ্রেণির করণিক পদে। আগামিদিনে যারা জমি দিচ্ছেন সকলের পরিবার পিছু একজন করে চাকরি পাবেন। এ বিষয়ে কোনও বাধা শেষ পর্যন্ত থাকছে না। উল্লেখ্য, কয়ালখনি প্রকল্পের শুরুতেই জুনিয়র কনস্টেবলের পদে 400 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে 354 জন প্রশিক্ষণরত ৷ কিন্তু যাদের জুনিয়র কনস্টেবল পদে যোগ দেওয়ার মতো শারীরিক সক্ষমতা বা শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁরা পাবেন চতুর্থ শ্রেণির করণিকের চাকরি।

আবার যাদের এই সমস্ত যোগ্যতা আছে কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, তাঁরা 17 বছর বয়স থেকে চাকরিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পাবেন মাসিক 10 হাজার টাকা করে আর্থিক সাহায্য। ইতিমধ্যেই ধাপে ধাপে জমিদাতা পরিবারগুলির সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ন'দফায় এই চাকরি প্রদানের প্রক্রিয়া চলছে। তবে এদের একটা বড় অংশকে চাকরি দিতে গিয়ে দেখা গিয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক মাপকাঠি বহুক্ষেত্রে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য অনুকূল নয়। এবার তাদের একটা বড় অংশকে সুযোগ দিতে এই প্রক্রিয়া গ্রহণ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: দেউচা-পাচামি প্রকল্পের বিরেধিতায় বুদ্ধিজীবীরা

প্রসঙ্গত, প্রায় 12 হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত দেউচা পাচামি কোল ব্লক এলাকা। সেখানেই হওয়ার কথা রয়েছে মূল প্রকল্পের কাজ। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 3010টি পরিবার এই খনি অঞ্চলে বসবাস করেন। এদের মধ্যে 1013টি আদিবাসী পরিবার রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে যাতে এই প্রকল্প সম্পাদন করা যায় সেই জন্য প্যাকেজ ঘোষণা করে রাজ্য সরকার। সেই প্যাকেজ অনুযায়ী, বলা হয়েছে, প্রায় 17 জন খাদান মালিক বাড়ির দাম ও ক্ষতিপূরণ পাবেন। ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজের অধীনে বাড়ি দেওয়া হবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।

ওই এলাকার বাসিন্দা, যাঁদের বাড়ি-সহ জমি রয়েছে, তাঁরা পাবেন 10 থেকে 13 লক্ষ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা দিতে আরও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া বাড়ি বা জমি হারানো অথবা বর্গদাররা পরিবার পিছু জুনিয়র পুলিশ কনস্টেবল পদমর্যাদার চাকরি পাবেন। সব মিলিয়ে এই ত্রাণ পুনর্বাসন প্যাকেজের মোট আর্থিক মূল্য 10 হাজার কোটি টাকা। এবার সেই প্যাকেজে কিছু বদল আনল রাজ্য, যাতে এই প্রকল্প এলাকার কাজ মসৃণ হয়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details