পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Birbhum TMC: বীরভূমের সংগঠন দেখবেন তিন নেতা, অনুব্রত কন্যার খেয়াল রাখার নির্দেশ মমতার - Birbhum TMC Leaders meeting with Mamata

শুক্রবার কালীঘাটে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ বৈঠকে একাধিক নির্দেশ দেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee on Birbhum TMC) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Mar 24, 2023, 8:03 PM IST

বোলপুর, 24 মার্চ:গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি ৷ এই অবস্থায় তাঁর মেয়ে সুকন্যার খেয়াল রাখার জন্য দলের কোর কমিটিকে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া, এদিন কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠকে একগুচ্ছ দলীয় সিদ্ধান্ত নিয়েছেন মমতা ৷ দলের দুই মন্ত্রী-সহ তিন নেতাকে এই জেলায় দলের সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ৷

তৃণমূল নেত্রী আগেই জানিয়েছিলেন বীরভূমের দলীয় সংগঠন নিয়ে আলোচনা করতে এই সপ্তাহেই তিনি আলোচনায় বসবেন ৷ সেই মতো শুক্রবার কালীঘাটে তাঁর বাড়িতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে যোগ দেন জেলার তৃণমূল নেতৃত্ব ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে বীরভূমের তৃণমূল কোর কমিটির দুই নেতাকে ধমক দেন মমতা ৷ পাশাপাশি, একজন আদিবাসী নেতাকে দলের ওই কোর কমিটিতে যোগ করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো ৷

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ পরে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ সম্প্রতি ইডি'ই কেষ্টকে দিল্লি নিয়ে যায় ৷ বর্তমানে ইডি'র মামলাতেই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত ৷ তাঁর গ্রেফতারির পর বীরভূম সফরে এসে এই জেলায় দলের সংগঠন নিজে দেখার কথা ঘোষণা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ক'দিন আগে বীরভূম নিয়ে পৃথক বৈঠকের সিদ্ধান্তও নেন তিনি ৷

সেই মত ওড়িশা থেকে ফিরেই শুক্রবার বীরভূমের দলের নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো । দলীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদেই বহাল রাখা হচ্ছে অনুব্রত মণ্ডলকে । কিন্তু, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটককে বীরভূমের সংগঠনে নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Birbhum TMC Leaders meeting with Mamata) ।

একইসঙ্গে, বীরভূমে যে 9 সদস্যের দলীয় কোর কমিটি রয়েছে সেই কমিটির সদস্যদের প্রতি সপ্তাহে ব্লকে ব্লকে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, কোর কমিটির সদস্য নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে এদিন ধমক দেন তৃণমূল নেত্রী ৷ দল বিরোধী বা দলের অন্যান্য নেতাদের প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷

প্রসঙ্গত, কয়েক দিন ধরে সভামঞ্চ থেকে দলের একাংশের নেতার দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছিলেন নানুরের এই নেতা ৷ এর পাশাপাশি, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কেও ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রশ্ন করেন, কেন তাঁকে বগটুইয়ে ঢুকতে দেওয়া হয়নি ৷ এত দিন ধরে এলাকায় সংগঠন করার পরেও কেন এলাকার মানুষ ক্ষিপ্ত তাঁর উপরে?

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ? কাজ করতেন অয়নের এজেন্ট হিসেবে !

অন্যদিকে, কোর কমিটিতে এক আদিবাসী নেতাকে যুক্ত করার নির্দেশ এদিন তৃণমূল নেত্রী দিয়েছেন ৷ কারণ, দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনি গড়তে আদিবাসী মানুষজনকে বুঝিয়ে জমি অধিগ্রহণ করতে হবে সরকারকে ৷ সেই কাজ তরান্বিত করতে আদিবাসী নেতাকে কোর কমিটিতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দলীয় সূত্রে খবর, সম্ভবত সুনীল সোরেনকে নেওয়া হতে পারে কোর কমিটিতে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, জেলবন্দি দিদির প্রিয় 'কেষ্ট'। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়েও চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় । দলের কোর কমিটিকে এদিনের বৈঠক থেকে তিনি বলেন,"কেষ্টর মেয়ের যেন কোনও সমস্যা না হয়, তোরা দেখবি ।"

ABOUT THE AUTHOR

...view details