বোলপুর, 30 জানুয়ারি: অমর্ত্য সেনকে (Amartya Sen News) জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Amartya Sen Gets Z Plus Security)৷ বিশ্বভারতীর সঙ্গে জমি নিয়ে বিতর্কের মাঝেই আজ অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর জমির আসল নথি তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অমর্ত্য সেনের বোলপুরের জমি নিয়ে বিবাদের মধ্যেই সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদের 'প্রতীচী' বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি দিয়ে দেখা করেন অমর্ত্য সেনের সঙ্গে ৷ বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে ডেকে নোবেলজয়ী অর্থনীতিবিদের জমির কাগজপত্র খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
অমর্ত্য সেনের জমির নথি দিলেন মমতা: অমর্ত্য সেনের জমির যে নথি রাজ্য সরকারের কাছে ছিল তা তাঁর হাতে তুলে দেন মমতা ৷ তিনি অমর্ত্য সেনের বোলপুরের বাড়ি প্রতীচীতে গিয়ে বলেন, "অমর্ত্য সেনকে যে ভাবে অপমান করা হয়েছে তা আমার গায়ে লেগেছে ৷ তাঁর জমির রেকর্ড তাঁর হাতে তুলে দিয়েছি ৷ এ বার ওরা যা করার করুক ৷ আইনত কী করব তা পরে জানাচ্ছি ৷ আমি এর শেষ দেখে ছাড়ব ৷"