পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা ভদ্রতা করি আর আপনি চমকান: মমতা - narendra modi

মমতা ব্যানার্জি তাঁকে কুর্তা-মিষ্টি পাঠান বলে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক আলাপচারিতায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়ে আজ সিউড়ির জনসভা থেকে মমতা ব্যানার্জি বলেন, "আমরা ভদ্রতা করি আর আপনি আমাকে চমকান ।"

মমতা ব্যানার্জি সিউড়ির জনসভায়

By

Published : Apr 25, 2019, 11:59 PM IST

সিউড়ি, 25 এপ্রিল: "মোদিবাবু বলেছেন আমি নাকি কুর্তা পাঠাই, পাঠালে দোষের কী? এটা তো সৌজন্য।" আজ বীরভূমের সিউড়ির জনসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জি তাঁকে কুর্তা-মিষ্টি পাঠান বলে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক আলাপচারিতায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর থেকেই বিরোধীরা এই বিষয়টিকেই হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছেন ।

আজ তা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমি শুধু ওনাকে পাঠাই না, সবাইকে পাঠাই । আমার বিশ্ববাংলা দোকান আছে । বিশ্ববাংলা আমার বাংলার লোগো । অনেক তাঁতি কাজ করেন । বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূমের তাঁতিরা আমায় কুর্তা তৈরি করে দেন । আমি শুধুমাত্র নরেন্দ্র মোদিকেই নয় । যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এমন অনেককেই পাঠাই । তবে হ্যাঁ, ওঁরা বলছে । আমরা বলি না । এটা আমাদের কালচার নয় ।"

তিনি আরও বলেন, "দুর্গাপুজো, পয়লা বৈশাখে আমরা সবাইকে মিষ্টি পাঠাই । আমাদের এখানে আম হয় । সবাইকে আম পাঠাই । উনি তো নিজের নামটা বলেছেন, আমি ১০০ জনের নাম বলতে পারি ।" মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "সৌজন্য ও রাজনীতি দুটো আলাদা বিষয় । আপনাকে আমরা কত ভদ্রতা করি আর আপনি আমাকে চমকান। CBI পাঠিয়ে দেন। আমাকে গুন্ডা বলেন । আমি যদি গুন্ডা হই আপনি তাহলে কী?"

"বিশ্বভারতীর জন্য কত টাকা বরাদ্দ করেছে? একটা রাস্তা করতে টাকা দিয়েছে?" সিউড়ির জনসভা থেকে BJP-কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ইশুতে তোপ দাগেন মমতা ব্যানার্জি । বুধবার বোলপুরের কামারপাড়ায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "গুরুদেবের আদর্শের শান্তিনিকেতনকে অশান্ত করছে তৃণমূলের গুন্ডারা। বোলপুর পর্যটনের জায়গা । কিন্তু দিদির তৃণমূল থাকলে কোনও উন্নয়নের কাজ হবে না।" আজ সিউড়ির জনসভা থেকে মমতা ব্যানার্জি পালটা বলেন, "গতকাল প্রধানমন্ত্রী মিটিংয়ে বলেছেন শান্তিনিকেতনে আমরা নাকি গুন্ডা তৈরি করছি । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতন সম্পর্কে কী জানেন ওঁরা । হোমওয়ার্ক না করেই চলে আসেন । বিশ্বভারতীর আদলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করছি ৩৭৭ কোটি টাকায়।"

হাবিবপুর, ইসলামপুর ও ভাটপাড়া এই তিন কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থীদের নামও আজকের সভামঞ্চ থেকে ঘোষণা করেন তিনি । সংরক্ষিত হাবিবপুর কেন্দ্রের তৃণমূলের টিকিটে প্রার্থী অমল কিস্কু । ইসলামপুর কেন্দ্রের প্রার্থী আবদুল করিম চৌধুরি । ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে আজ মদন মিত্রের নাম ঘোষণা করেন তিনি । এছাড়া তিনি বলেন, "দার্জিলিঙয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী বিনয় তামাং। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে আমরা পূর্ণ সমর্থন করি।" বাকি দুই কেন্দ্রের প্রার্থী চতুর্থ দফায় বহরমপুর লোকসভা নির্বাচনের পর ঘোষণা করা হবে বলে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details