বোলপুর, 31 অক্টোবর : মল্লারপুরে পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যুতে বোলপুরে বাম-কংগ্রেসের প্রতিবাদ মিছিল । কিশোরের মৃত্যুতে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে BJP । এই অভিযোগ তোলা হয় ।
চুরি করেছে সন্দেহে শুভ মেহেনাকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ । পুলিশি হেপাজতে তার মৃত্যু হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । লক-আপে মৃত্যুর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তার পরিবারের সদস্যরা ৷ BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ মল্লারপুর থানার সামনে বিক্ষোভ দেখান ।
মল্লারপুরে কিশোর-মৃত্যুর ঘটনায় বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ যুব মোর্চার