কলকাতা, 12 সেপ্টেম্বর: স্পেন সফরে যাওয়ার আগে 30 জন আইপিএস-এর বদল ও পদোন্নতি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে 10 জেলার পুলিশ সুপারকে বদল করা হয়েছে । বদল করা হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও ৷ মন্ত্রিসভা ও প্রশাসনিক রদবদলের পাশাপাশি পুলিশ প্রশাসনেরও রদবদল হল রাজ্যে ।
মঙ্গলবার নবান্ন থেকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করেন । তাতে 30 জন আইপিএস ও একজন ডব্লিউবিপিএস-কে বদল ও পদোন্নতি করা হয় ৷ স্পেন সফরে যাওয়ার আগে সোমবারই সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিদেশযাত্রার প্রাক মুহূর্তে এ দিন 11টি জেলার জেলাশাসককেও বদল করা হয়েছে । একইসঙ্গে, পুলিশ প্রশাসনেরও রদবদল করা হয়েছে ।
উল্লেখ্য, 2005 ব্যাচের আইপিএস অভিষেক কুমার চতুর্বেদীকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি পদে বসানো হয়েছে । 2006 ব্যাচের আইপিএস মুকেশ কুমারকে ডিআইজি বাঁকুড়া থেকে ডিআইজি মুর্শিদাবাদ এবং সি সুধাকরকে ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনার, 2007 ব্যাচের আইপিএস মিরাজ খালিদকে ডিআইজি পুরুলিয়া থেকে জয়েন্ট সিপি কলকাতা (এসটাব্লিসমেন্ট), 2008 ব্যাচের আইপিএস রশিদ মুনির খানকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে রাজ্য পুলিশের ডিআইজি হেডকোয়ার্টার পদে বদল করা হয়েছে ।