রামপুরহাট, 19 সেপ্টেম্বর: বীরভূমের (Birbhum) বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় (Bhadu Sheikh Murder) অন্যতম অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ রবিবার বীরভূমের সিউড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেন সিবিআই (CBI) গোয়েন্দারা ৷ সোমবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Sub-Division Court) পেশ করা হবে ৷
উল্লেখ্য, গত 21 মার্চ রাতে রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই বগটুই গ্রামে হিংসার বলি হন 10 জন (Bogtui Case) ৷ রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ বেঘোরে প্রাণ যায় 10 জনের ৷ এই ঘটনার কয়েকদিন পর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এ নিয়ে মামলা রুজু করা হয় ৷ আদালতের নির্দেশেই তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এরপর গত 20 জুন রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট জমা দেয় সিবিআই ৷ তার ভিত্তিতে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত ৷