রামপুরহাট, 22 জুন: তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত নিউটন শেখকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় । বগটুই কাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন নিউটন শেখ । বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
প্রসঙ্গত, 2022 সালে 21 মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট-1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের দেহ উদ্ধার করা হয় সেখান থেকে। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।
পরে আরও তিনজন অগ্নিদগ্ধ মহিলা হাসপাতালে মারা যান। কলকাতা হাইকোর্টের এ নিয়ে মামলা হয় ৷ আদালত সিবিআইকে ঘটনার তদন্তভার দেয় । এই ঘটনার কয়েকদিন পর সিবিআইয়ের হাতে আসে ভাদু শেখ খুনের একটি সিসিটিভি ফুটেজ । এই ফুটেজে দেখে খুনের ঘটনায় এফআইআরে দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের । তবে তাঁকে গ্রেফতার করা যায়নি । এক বছর বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি ।