তারাপীঠ, 7 অগস্ট: "বহু নেতা শুভেন্দুর সঙ্গে রাতের অন্ধকারে যোগাযোগ রাখছেন । আমি অভিষেককে শুভেচ্ছা জানাই ৷ অভিষেক এই বেনজল আটকানোর চেষ্টা করছেন।" রবিবার সন্ধ্যায় তারাপীঠে নিজের সিনেমার সাফল্য চেয়ে পুজো দিতে এসে এমনটাই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মদন মিত্র।
বেশিরভাগ ক্ষেত্রে বিনোদনের দুনিয়া থেকে অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে যোগ দেন ৷ সেটাই দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ । তবে এবার অন্য ধরনের ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গবাসী। বহু দিন সক্রিয় রাজনীতিতে থাকা মদন মিত্র এবার টলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির নাম 'ওহ লাভলি'।
এদিন তারাপীঠে মন্দির ঢোকার রাস্তার পাশে মঞ্চ করে তাঁর অভিনীত বাংলা সিনেমার প্রচারে মাতলেন তৃণমূলের এই প্রবীণ নেতা । তারাপীঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতি কী সেটা বোঝার জন্য রাজ্যসভা-বিধানসভার সদস্য হচ্ছেন আর আমরা জানতে চাই, কেন পাঠান বা পুষ্পার মতো সিনেমা বাংলায় হবে না। তাই আমরাও সিনেমায় এসেছি ।" এখানেই দলের কয়েকজনের সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেন মদন ।