বীরভূম, 4 মে : এখনও সবুজ জ়োনে রয়েছে বীরভূম। কিন্তু তা সত্ত্বেও লকডাউনের তৃতীয় দফায় বীরভূম জেলায় আগের মতোই বন্ধ অধিকাংশ দোকান-পাট। কিন্তু মদের দোকানে লম্বা লাইন ৷
তৃতীয় দফায় পড়ল লকডাউন। 17 মে পর্যন্ত জারি থাকবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের তরফে ইতিমধ্যেই বেশ কিছু দোকান-পাট খোলায় ছাড় দেওয়া হয়েছে । তবে কোরোনা আতঙ্কে বন্ধ একাধিক দোকান ৷
বন্ধ দোকানপাট, মদের দোকানে লম্বা লাইন বীরভূমে - কোরোনা আতঙ্ক
বীরভূমে তিনটে থেকে ছয়টা পর্যন্ত খোলা রয়েছে মদের দোকান। লাইন সাধারণ মানুষের ৷
প্রসঙ্গত, বীরভূমে এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 জন । কিন্তু তা সত্ত্বেও আগের মতই আজ অধিকাংশ দোকান-পাট বন্ধ থাকতে দেখা গেল বীরভূমে। বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর, সাঁইথিয়া প্রভৃতি জায়গার একই রকম চিত্র। তবে তিনটে থেকে ছটা পর্যন্ত খোলা রয়েছে মদের দোকান।
মদ কিনতে যথারীতি লাইন পড়েছে দোকানগুলির সামনে। নির্ধারিত দামের থেকে 30% বেশি দামে দেদার বিক্রি হচ্ছে মদ। সামাজিক দূরত্ব মেনেই লাইন দিয়েছেন সাধারণ মানুষ।