বোলপুর, 21 সেপ্টেম্বর:বিধানসভায় দাঁড়িয়ে আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Protest)৷ শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় বিধানসভায় তুমুল হই-হট্টগোল ও ওয়াক-আউটের পর জানিয়েছিলেন যে, দলের তরফে প্রতিনিধিরা মৃত শিশুর (Child murder incident) পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ৷ সেই মতোই আজ বোলপুরে গিয়েছেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা । শান্তিনিকেতনের (Locket at Santiniketan) মোলডাঙা গ্রামে নিঁখোজ শিশুর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা । এ দিন লকেট চট্টোপাধ্যায়কে পুলিশের সামনে গো ব্যাক স্লোগান দিয়ে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ ধাক্কাধাক্কিতে গ্রামে ঢুকতে পারেননি বিজেপি সাংসদ ৷
এ দিন বিধানসভার অধিবেশনেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷