বোলপুর, 4 এপ্রিল : কখনও দলীয় কর্মীদের সঙ্গে ফোনে কথা বলে, কখনও টিভি দেখে, আবার কখনও বাগানের গাছে জল দিয়ে সময় কাটছে তাঁর ৷ এছাড়াও রান্না করতে খুব ভালোবাসেন ৷ কম তেলে মাংস রান্না করার রেসিপি জানেন তিনি ৷ ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷
তিনি বলেন, " আগে যেমন রুটিন ছিল তেমন ভাবে সকালে উঠেছি, স্নান করছি, মহাদেবকে পুজো দিচ্ছি । ফুল বেলপাতা দিচ্ছি । কোরোনা ভাইরাসকে পশ্চিমবঙ্গ, ভারত, পৃথিবী থেকে দূরে সরানোর জন্য মহাদেবের কাছে আবেদন করলাম । "
বানাতে পারেন মিষ্টিও ৷ এ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, " বাড়িতেই মিষ্টি বানালাম । সবাই খাব বলছিল । বাইরে পাওয়া যাচ্ছে না । ছানা নিয়ে এলাম ভারত সেবাশ্রম থেকে । সাড়ে তিনশো, চারশো মিষ্টি হল । যে যেকটা পারল, খেল, নিয়ে গেল । "
দেশজুড়ে চলছে লকডাউন । এই সময় সকলেই প্রায় গৃহবন্দী । বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছেন । বন্ধ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি, মিটিং, মিছিল । লকডাউনের দিনগুলি কিভাবে কাটছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ৷ তিনি নিজেই জানালেন ETV ভারতকে ৷ তবে অনুব্রতবাবুর সঙ্গে দেখা করতে হলে আগন্তুকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন নিরাপত্তারক্ষীরা । তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা রেখেছেন বাড়িতেই । পাশাপাশি স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে তাঁর থেকে 4 মিটার দূরে বসে কথা বলতে হচ্ছে । যদিও, খুব সীমিত মানুষজনের সঙ্গেই তিনি দেখা করছেন ।
লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন অনুব্রত মণ্ডল , বললেন ETV ভারতের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, " সারাদিন পার্টির লোকজনের সঙ্গেই কথা বলছি । এভাবেই সময় কাটছে । মাঝে মাঝে বাগানের দিকে যাচ্ছি ৷ গাছগুলোয় জল আছে কি না সেগুলো দেখাশোনা করছি ৷ মাঝে মাঝে রান্না করি । রান্না আমার খুব নেশা ছিল । যেমন 4 কেজি মাংস আমি 50 গ্রাম তেলে রান্না করে দেব । কেউ খেয়ে বলে দিক খারাপ হয়েছে । নানা রকমের রান্না আমি জানি । যখন যেটা মুড হয়ে যায় , করি । কেউ কী রান্না করবে জিজ্ঞাসা করলে বলে দিই ৷ "