শান্তিনিকেতন, 25 মার্চ : লকডাউন পুরো দেশ । তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে দোকানগুলিতে ভিড় জমাচ্ছে মানুষজন । দোকানগুলিতে জিনিসপত্র কিনতে গিয়ে যাতে সবাই দূরত্ব বজায় রাখে তা সুনিশ্চিত করতে এবার চক দিয়ে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। দোকানদারকে সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা ওই চিহ্নিত জায়গায় ক্রেতাদের দাঁড় করান । কোরোনা সংক্রমণ প্রতিরোধে এমনই পদক্ষেপ করল বীরভূম পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে বীরভূমে চক দিয়ে চিহ্নিত করে কেনাকাটা
বীরভূমে মানুষজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার দোকানগুলির সামনে চক দিয়ে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টির নজরদারি করছে পুলিশ ।
ছবি
এবার কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে খোলা থাকা দোকানগুলির সামনে চক দিয়ে গোল করে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। যাতে দূরত্ব বজায় রেখে ক্রেতারা জিনিস কিনতে পারেন। এছাড়া, প্রতিটি দোকানদারকেও পুলিশের তরফে এই ধরনের সর্তকতামূলক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালেই থেকে তৎপর পুলিশ । দোকানগুলিতে নিয়ম মেনেই যাচ্ছেন ক্রেতারা । সংগ্রহ করছেন তাঁদের প্রয়োজনীয় সামগ্রী ।
Last Updated : Mar 25, 2020, 5:06 PM IST