মল্লারপুর, 30 অক্টোবর : পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে বিক্ষোভ । 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । সপ্তমীর রাতে শুভ মেহেনাকে (15) গ্রেপ্তার করে পুলিশ । পুলিশি অত্যাচারেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ।
মল্লারপুরের বাউরি পাড়ার বাসিন্দা ছিল শুভ । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরিবারের অভিযোগ, শুভকে আদালতে তোলেনি পুলিশ । থানার মধ্যে রেখেই চলে মারধর । আজ সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয় ।