বোলপুর, 16 অক্টোবর: জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোয় সাসপেন্ড হতে হয়েছে বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ-কে ৷ বিশ্বভারতীর কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বার এই নিয়ে সরব হলেন দেশ-বিদেশের শিক্ষাবিদ-পড়ুয়ারা । আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 260 জন অধ্যাপক, গবেষক, শিক্ষাবিদ চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন, এমনই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন অমর্ত্য সেন । ভারতরত্ন জমি দখল করে রাখেননি, ভূমি ও ভূমি সংস্কার দফতরের একটি তথ্য দিয়ে সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ ৷ অভিযোগ, তারপরেই তৃতীয় সেমেস্টার থেকে তাঁকে বঞ্চিত করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । অর্থাৎ, 26 জুলাই সোমনাথকে সাসপেন্ড করা হয় । বিশ্বভারতী কর্তৃপক্ষের এই ভূমিকায় নিন্দার ঝড় ওঠে ৷
আরও পড়ুন:উপাসনা গৃহের সামনের রাস্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের
এ বার বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ-এর সমর্থনে ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন দেশ-বিদেশের শিক্ষাবিদরা ৷ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্বের একাধিক দেশের বিশ্ববিদ্যালয় থেকে 260 জন অধ্যাপক, গবেষক, পড়ুয়া, শিক্ষাবিদেরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এ ব্যাপারে চিঠি লিখেছেন । আমেরিকার আলবামা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক অ্যান্টনি ডি'কোস্টা, ব্রিটেনের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস বয়েস, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনস লারচে, কানাডার সিমন ফ্রাসের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হ্যারিস, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকেল বেলগ্রামী, অর্থনীতিবিদ জয়িতা ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর, সাংবাদিক পি সাইনাথ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন প্রমুখ স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে ।
এ ছাড়াও, বিশ্বভারতী-সহ দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বোলপুর কলেজ প্রভৃতি জায়গা থেকেও অধ্যাপকেরা বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ৷