নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দায়িত্বপ্রাপ্ত সকল বিশিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠাল ‘বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ’ ৷ বৃহস্পতিবার এই মঞ্চের পক্ষ থেকে তাঁদের এই পদক্ষেপের কথা জানিয়েছেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৷
আরও পড়ুন :Visva-Bharati University : নাম না করে অনুব্রতকে ‘বাহুবলী’ বলে তোপ বিশ্বভারতীর উপাচার্যের
এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সুদীপ্ত জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামবেন পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ৷ এদিন আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কার্যকলাপ ও সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ও আন্দোলন চলছে ৷ সম্প্রতি, তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার এনিয়ে সরব হন বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চের সদস্যরা ৷