পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাষের জমিতে হচ্ছে রাস্তা, মুখ্যমন্ত্রীকে চিঠি চাষিদের - Birbhum

চাষ জমির ফসল নষ্ট করে তৈরি হচ্ছে রাস্তা। পাঁড়ুই থানার অন্তর্গত ইলামবাজার ব্লকের বাতিকা থেকে নরশুন্ডা গ্রাম পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার কাজ চলছে।

ইলামবাজার

By

Published : Feb 27, 2019, 8:41 PM IST

ইলামবাজার, ২৭ ফেব্রুয়ারি : চাষ জমির ফসল নষ্ট করে তৈরি হচ্ছে রাস্তা। পাঁড়ুই থানার অন্তর্গত ইলামবাজার ব্লকের বাতিকা থেকে নরশুন্ডা গ্রাম পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার কাজ চলছে। রাস্তার কাজ শুরুর আগে উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এদিকে, চাষিদের অভিযোগ, সরকারি নিয়ম মাফিক জমি অধিগ্রহণ না করে চাষের জমি নষ্ট করে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে।

ইলামবাজার

চাষিদের অভিযোগ, প্রায় ১০০ চাষির চাষ জমির উপর দিয়ে এই রাস্তা নির্মাণ হচ্ছে। কিন্তু, তাঁদের কাছ থেকে সরকারি নিয়ম মাফিক জমি অধিগ্রহণ করা হয়নি। জমিতে ধানের বীজতলা ছিল তার উপর মাটি ফেলে রাস্তা নির্মাণ হচ্ছে। আজ সিউড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে জড়ো হন জমিহারা চাষিরা। জেলাশাসক মারফত অধিগৃহীত জমির দাম ও ফসলের ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তাঁরা।

প্রায় সকলেই জানিয়েছেন, জমি দিতে তাঁরা ইচ্ছুক। কিন্তু, সরকার নির্ধারিত জমির দাম ও ফসলের ক্ষতিপূরণ তাঁদের দেওয়া হোক। যদিও, এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি তথা SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, "চাষিদের একটা অভিযোগ আছে শুনেছি। ওই রাস্তাটা আজকের নয়, বৃটিশ আমল থেকে হয়ে আছে।"

ABOUT THE AUTHOR

...view details