শান্তিনিকেতন, 30 এপ্রিল : 7 দিনে পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দিল শান্তিনিকেতনের একটি বেসরকারি পলিটেকনিক কলেজের পড়ুয়ারা । রাজ্যের বিভিন্ন প্রান্তসহ ত্রিপুরার প্রায় দেড়শো পড়ুয়া লকডাউনের জেরে কলেজ ক্যাম্পাসে বন্দী । সেই অবস্থায় ঘরে থেকে গাছ লাগানোর বার্তা দিচ্ছে তারা ।
"সংক্রমিত হোক সবুজ", লকডাউনে বার্তা পড়ুয়াদের - Let the green be infected
সবুজায়ন সংক্রমণের বার্তা দিলেন শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় একটি বেসরকারি পলিটেকনিক কলেজের পড়ুয়ারা ৷
শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় একটি বেসরকারি পলিটেকনিক কলেজ রয়েছে । এই কলেজে প্রায় 1600 পড়ুয়া আছে । লকডাউনের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ত্রিপুরার প্রায় 150 জন ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে আটকে রয়েছেন । নিজেদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে ও মানুষের মধ্যে একটি সুষ্ঠু সচেতনতা বৃদ্ধি করতে বৃক্ষরোপণের উদ্যোগ নিলেন তাঁরা । কোরোনা ভাইরাস নয়, সংক্রমিত হোক সবুজায়ন । গত সাত দিনে কলেজ ক্যাম্পাসসহ আশপাশে প্রায় 5000 গাছ লাগিয়েছেন পড়ুয়ারা । লিচু, লেবু, নিম, সুপারি গাছের চারা লাগিয়েছেন তাঁরা । এছাড়া সোশাল নেটওয়ার্কিং সাইটের মধ্য দিয়ে লকডাউনে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের গাছ লাগানোর জন্য আবেদন করছেন । এই কলেজের যেসব পড়ুয়া বাড়িতে আছেন তাঁদের বাড়িতে গাছ লাগানোর জন্য কলেজের তরফে বলা হয়েছে । তাঁরা বাড়িতে গাছ লাগিয়ে সেই ছবি কলেজ কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন । বেসরকারি কলেজের পড়ুয়াদের এই উদ্যোগ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ।
কলেজের অধ্যক্ষ কৌশিক দত্ত বলেন, ‘‘লকডাউনে দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে রয়েছে পড়ুয়ারা । তাই নিজেদের মানসিকভাবে সুস্থ রাখতে তারা বৃক্ষরোপণ শুরু করে । এছাড়া আমরা বার্তা দিতে থাকি সংক্রমিত হোক সবুজায়ন । আমাদের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এগিয়ে আসছেন ।’’