বোলপুর, 11 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, তাঁকে অবমাননা করার জন্য। বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্ষমা না-চাইলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ এই হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী । পাশাপাশি অমর্ত্য সেনও (Amartya Sen) শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ।
শনিবার শান্তিনিকেতনের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ভারতরত্ন অমর্ত্য সেন ৷ তিনি জানান, জমি জরিপ করলেও 13 ডেসিমেল জমি 13 ডেসিমেলই থাকবে । কী কারণে জমি জরিপ করা প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হত ও অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ার ভয়ও কমত (Visva Bharati University) ৷
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন, দ্রুত সেই জমি ফিরিয়ে দেওয়া হোক । এমমকি, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ । এইরকম বিস্ফোরক 3টি চিঠি অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই চিঠি সংবাদমাধ্যমকেও দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বহু বিশিষ্ট মানুষ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । চিঠি দেওয়া ছাড়াও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও একাধিকবার অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি থেকে শুরু করে 'জমি কব্জা' শব্দ ব্যবহার করে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।