বোলপুর, 26 জুলাই : বোলপুরের সুরুল, শ্রীনিকেতন এলাকায় বেআইনিভাবে জমি দখলের অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে । জাল দলিল, স্ট্যাম্প পেপার নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে অন্যের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ । সেই অভিযোগ নিয়েই এবার মহকুমায় ভূমি ও ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সুরুল এলাকার বাসিন্দারা ।
গত কয়েক বছর ধরে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ করে আসছেন স্থানীয়রা । জমি মাফিয়ারা একই জমি একাধিক জনকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ এমনকি সরকারি জমি দখল, পুকুর ভরাট, কোপাই ও অজয় নদের পাড় বুজিয়ে দখল করে নেওয়ার পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট, রিসর্ট, রেস্তোরাঁ তৈরির অভিযোগও উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে ।
আর তারই প্রতিবাদে এবার বোলপুর মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে বিক্ষোভ দেখালেন জমির আসল মালিকরা ৷ তাঁদের অভিযোগ, বোলপুরের সুরুল, শ্রীনিকেতন এলাকায় জমি মাফিয়ারা জাল দলিল ও স্ট্যাম্প পেপার ব্যবহার করে ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে জমি দখল করে নিচ্ছে । এদিন এলাকার ব্যানার, পোস্টার নিয়ে ব্লক ও মহকুমায় ভূমি ও ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান জমির আসল মালিকরা । বিক্ষোভকারীদের তরফে এক প্রতিনিধিদল পরে প্রশাসনিক আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেয় ।