বোলপুর, 22 অগস্ট: কোপাই নদীর তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের জমি ভরাট করার অভিযোগে 2 জনকে আটক করল পুলিশ । আজ মাটি কাটার খবর পেয়ে শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসিবি মেশিন-সহ দুই জনকে আটক করে । অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই বিস্তীর্ণ এলাকায় মাটি পাচারের কাজ চলছিল ।
ঘটনার খবর পেয়ে এলাকার সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় । কোপাই নদীর তীরবর্তী এলাকায় ফাঁকা বিস্তীর্ণ একটি জায়গায় দু'দিন ধরে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে । আজও একইভাবে মাটি পাচারের কাজ চলছিল। জানা গিয়েছে, মাটি কেটে স্থানীয় একটি রিসর্টের জমি ভরাট করা হচ্ছিল । সংশ্লিষ্ট কসবা গ্রাম পঞ্চায়েত অথবা ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে কোনওরকম অনুমতি ছাড়াই নদী তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের এলাকা ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রাও। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।